ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দিনাজপুরে মিল মালিকদের সিন্ডিকেটে বেড়েই চলেছে চালের দাম

দিনাজপুরে মিল মালিকদের সিন্ডিকেটে বেড়েই চলেছে চালের দাম

দিনাজপুর জেলা প্রশাসন ও খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের নজরদারিত না থাকায় জেলার ১৩টি উপজেলায় প্রতি কেজিতে চালের দাম ৩ থেকে ৫ টাকা বেশি দরে বিক্রি করা হচ্ছে।

বুধবার দিনাজপুর জেলার বিভিন্ন হাট- বাজার ঘুরে দেখা গেছে। বিভিন্ন হাট-বাজার পরিদর্শন করে দেখা গেছে প্রতি কেজি চাল এক সপ্তাহের ব্যবধানে ৩ টাকা থেকে ৫ টাকা বেশী দরে ক্রেতারা ক্রয় করছেন।

জানা যায়, খাদ্য অধিদপ্তরের বাজার মনিটরিং না থাকার কারণে একশ্রেণীর অসাধু চাল ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে তাদের খেয়াল খুশিমতো চাল বিক্রি করে যাচ্ছেন। ক্রেতাগন বাধ্য হয়ে বেশি দামে চাল ক্রয় করছেন।

এ ব্যাপারে দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক সুধীর নাথ চৌধুরীর সঙ্গে মুঠোফোনে কথা বললে তিনি জানান, দেশের চলমান অবস্থা ভালো না থাকার কারণে মিল মনিটরিং বন্ধ রয়েছে। এই সুযোগে এক শ্রেনীর অসাধু চাল ব্যবসায়ীরা বাজারে চালের দাম বৃদ্ধি করে বেশি দামে বিক্রি করছেন। ২/১ দিনের মধ্যে আবারো মনিটরিং শুরু করা হলে হাট-বাজারে চালের দাম কমে যাবে।

দিনাজপুর,সিন্ডিকেট,চাল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত